সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল জারি করা হয়েছে।

এই পোর্টাল এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে বর্তমানে কী কী সরকারি স্কীম চালু রয়েছে।

এবং সেই সরকারি স্কিম গুলোর জন্য কিভাবে আপনি আবেদন করতে পারবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে।

এবং সেই সরকারি স্কিম এর টাকা কিভাবে আপনি পাবেন তাএই অনলাইন পোর্টাল এর মাধ্যেমে আপনি দেখতে পাবেন।

আপনার নামে কি কি প্রকল্প চালু আছে সেটা জানার জন্য আপনাকে একটি myscheme.gov.in এই ওয়েবসাইটটিতে যেতে হবে।

এই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন যে সরকারের কতগুলো স্কীম রয়েছে, কি কি ক্যাটাগরি রয়েছে।

আপনি কোন স্কীম এর জন্য এলিজিবল সেটা জানার জন্য Find Scheme For You অপশন এ ক্লিক করতে হবে।

এরপর একটা অপশন দেবে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিজের বয়স সিলেক্ট করে নেবেন।

তারপর এখানে আপনি কোন স্টেটে থাকেন, গ্রামে থাকেন নাকি শহরে থাকেন সেগুলোও সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন।

এর পর আপনাকে আরও কিছু অপশন দাওয়া হবে সেগুলোও আপনাকে সম্পূর্ণ করতে হবে।

তারপর এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করবেন।