পোস্ট অফিসের 5টি দুর্দান্ত স্কিম ২০২২ | ইনভেস্ট করলে টাকা ডবল 

0
83

পোস্ট অফিসের 5টি দুর্দান্ত স্কিম ২০২২ | ইনভেস্ট করলে টাকা ডবল, post office scheme to double the money, post office scheme to double the money, post office monthly income scheme, new interest rates on post office schemes, post office scheme for girl, west bengal government schemes list 2022, mamata banerjee new scheme list 2022, mamata banerjee all prakalpa list pdf, new scheme in west bengal 2022, new prokolpo in west bengal, karmasathi.wb.gov.in registration, west bengal government schemes for students, west bengal health scheme pdf.

আজকে আমরা জানবো পোস্ট অফিসের এমন পাঁচটি যোজনা সম্বন্ধে যেখানে আপনি নিবেশ করে শুধুমাত্র যে ভালো রিটার্ন পাবেন তা নয় তার পাশাপাশি আপনার টাকা ও সুরক্ষিত থাকবে। তো চলুন আমরা জেনে নেই পোস্ট অফিসএর এই ৫টি সুন্দর যোজনা সম্বন্ধে যেখানে আপনার টাকা সুরক্ষিত এর পাশাপাশি ভালো রিটার্ন ও পাবেন। 

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের টাকা কে ব্যাংকের FD স্কিম, RD স্কিম বা সেভিংস একাউন্টে জমা করে থাকেন। কিন্তু আমি যদি আপনাদের বলি আপনাদের ব্যাংকে জমা করা টাকা সুরক্ষিত নয় তাহলে আপনি হয়তো বলবেন কি ফালতু জোকস মারছেন। কিন্তু এটা সম্পূর্ণ সত্য যদি কোন কোন কন্ডিশনে ব্যাংক ডুবে যায় বা দেউলিয়া হয়ে যায় তাহলে ব্যাঙ্ক আপনার জমা করানো রাশির উপর মাত্র ৫ লাখ টাকার গ্যারেন্টি দেবে। সেই আমাউন্ট যাই হোক ১০ লাখ টাকা হোক ৬ লাখ টাকা হোক বা ৫০ লাখ টাকা হোক ব্যাঙ্ক কেবল মাত্র ৫ লাখ টাকার গ্যারেন্টি দেবে।

আর অন্যদিকে আমাদের দেশের পোস্ট অফিস এমন একটি অপশন রয়েছে যেখানে আমাদের ইনভেস্ট করা টাকা সম্পূর্ণভাবে সুরক্ষিত কারণ পোস্ট অফিসের গ্যারান্টি ভারত সরকার নিয়ে থাকে আপনি পোস্ট অফিসের মধ্যে সেভিংস একাউন্ট ওপেন করতে পারেন এখানে RD একাউন্ট ওপেন করতে পারেন বা FD স্কিম এও আপনি আপনার টাকাকে ইনভেস্ট করতে পারেন।  

তো চলুন আমরা জেনে নেই পোস্ট অফিসের এই পাঁচটি বেস্ট যোজনা সম্বন্ধে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা(SSY)- 

এটি ভারত সরকার 22 শে জানুয়ারি 2015 সালে মেয়েদের শিক্ষা এবং তাদের ভবিষ্যতের কথা ভেবে চ্এই যোজনা শুরু করেছিল। এই স্কিম পরিবারের মেয়েদের ভবিষ্যৎ এবং ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে বাবা মায়েদেরট দারুন হেল্প করে থাকে। এই যোজনার ফায়দা কেবমাত্র দুজন শিশু কন্যা  পেতে পারেন। এই যোজনার কারেন্ট ইন্টারেস্ট রেট 7.6% যেটা প্রত্যেক তিন মাস অন্তর অর্থাৎ কোয়াতেরলি চেঞ্জ হতে থাকে। সুকন্যা সমৃদ্ধি যোজনা তে ইনভেস্ট করলে এখানে ভালোর জন্য পাশাপাশি আপনি এখান থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০C ধারা অনুযায়ী একটি আর্থিক বছরে দেড় লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড়তে যাবেন। যদি আপনি এই যোজনা তে একবছরে 24 হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন 10 লাখ 18 হাজার 425 টাকা।

পাবলিক প্রবিডেন্ট ফান্ড (PPF) –

এই ফান্ড সরকারের ওই স্কিম এ আসে যেখানে আপনাকে long-term একটি ভালো রিটার্ন দেবে। এটি রিস্ক ফ্রী ইনভেসমেন্ট এর সাথে সাথে টাক্স ফ্রী ইনভেসমেন্ট হয়ে থাকে। এটি সরকারের সবথেকে long-running ফাইন্যান্সিয়াল স্কিম গুলোর মধ্যে একটি স্কিম। এই স্কিম এ ধরুন আপনি যে ইন্টারেস্ট যাবেন সেটা আপনি FD এর থেকে ভাল রিটার্ন পাবেন। আর সেই কারণেই PPF আপনার কাছে একটি ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। এই স্কিম এর যদি কারেন্ট ইন্টারেস্ট রেট এর কথা বলা হয় তাহলে কারেন্ট ইন্টারেস্ট রয়েছে 7.1%। আপনি এই স্কিম e ইনভেস্ট করে একটি ফিনান্সিয়াল ইয়্যার এ দের লাখ টাকা পর্যন্ত টেক্স বাজাতে পারেন। এই যোজনার মাতুরিটি পিরিয়ড 15 বছরের হয়ে থাকে। যদি আপনি এই যোজনাতে প্রতি মাসে 1 হাজার টাকার ইনভেস্ট করেন তাহলে আপনি মাতুরিটি ভ্যালু পাবেন ৩ লাখ 15 হাজার 572 টাকা।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট(NSC) –

এটি ভারত সরকারের একটি যোজনা। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্মল সেভিংস ইনভেস্টরদের উৎসাহিত করার জন্য ১৯৮৯ সালে স্টার্ট করা হয়েছিল। এন এ সি সার্টিফিকেট একটি লো রিস্ক এবং গারেন্তেড রিটার্ন দাওয়ার ক্ষেত্রে একটি প্ল্যান। এখন এর কারেন্ট ইন্টারেস্ট রেট রয়েছে 6.8% যেটা প্রত্যেক ৩ মাস অন্তর চেঞ্জ হতে থাকে। এই প্ল্যান এর মাটুরিটি পিরিয়ড ৫ বছরের তাই আপনি এই স্কিম e ৫ বছরের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন। এই স্কিম থেকেও আপনি একটি  আর্থিক বছরে দেড় লাখ টাকার ট্যাক্স সেভিংস ও করতে পারেন। যদি আপনি এই স্কিম এ একসাথে একবার 10 লাখ টাকা জমা করেন তাহলে আপনি 5 বছর পর 13 লাখ 89 হাজার 493 টাকা পেয়ে যাবেন।

মান্থলি ইনকাম স্কিম (MIS) –

এই স্কিম খুবই কম সময়ে সাধারণ মানুষদের মধ্যে পপুলার হয়ে গেছে। এই স্কিম এর পপুলার হওয়ার পিছনে কারন হল এর মধ্যে প্রাপ্ত ইন্টারেস্ট। যেটা কিনা প্রত্যেক মাসে একাউন্ট এ ক্রেডিট করে দেওয়া হয়ে থাকে। এর অর্থ হল এই স্কিম আমাদের রেগুলার ইনকাম দেওয়ার ক্ষেত্রে দুর্দান্ত স্কিম। এই স্কিম এর মতুরিটি পিরিয়ড রয়েছে ৫ বছরের। এই স্কিম এর এক্ষণ কারেন্ট ইন্টারেস্ট রেট রয়েছে 6.6%। যদি আপনি এই স্কিম এ 1 লাখ টাকার একবার ইনভেস্ট করেন তাহলে আপনি প্রত্যেক মাসে 550 টাকার মন্থলি ইনকাম করতে পারেন।

কিষান বিকাশ পত্র(KVP)-

কিষান বিকাশ পত্র ভারত সরকারের ওই যোজনা তে সমিল রয়েছে যেটা কিনা উজারস মধ্যে খুব পপুলার হয়েছে। এই যোজনার দরুন আপনি টাকা ইনভেস্ট করবেন সেই টাকা 10 বছর 4 মাসে টাকা দ্বিগুণ হয়ে ফেরৎ পাবেন। এই স্কিম সরকার ফাইনান্সিয়াল ব্যাকওয়ার্ড মানুষদের সেভিংস এর সম্বন্ধে উৎসাহিত করার জন্য স্টার্ট করেছিল। এখানে আপনার টাকা long term এর জন্য ইনভেস্ট করানো হয়ে থাকে। প্রথমে এই স্কিম কৃষকদের জন্য উপলব্ধ ছিল পরে এই স্কিম সকলের জন্য করে দেওয়া হয়েছে। এখন কিষান বিকাশ পত্র কারেন্ট ইন্টারেস্ট রেট রয়েছে 6.9%। আপনি এই স্কিম এ একবার যদি 1 লাখ টাকা জমা করেন তাহলে ওই এমাউন্ট 10 বছর চার মাসে আপনার টাকা ডাবল হয়ে ফেরত পাবেন। অর্থাৎ 124 মাসের পর আপনি দু লাখ টাকার মেজরিটি টাকা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here