জিও পাগলা: সুরিন্দর ফিল্মসের ব্যানারে নির্মিত জিও পাগলা সিনেমাটি 2009 সালে মুক্তি পাওয়া পেইং গেস্ট নামক সিনেমার রিমেক করা হয়।

দুই পৃথিবী: এই সিনেমাটি 2008 সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ঘামায়াম থেকে রিমেক করা হয়।

ফাইটার: ফাইটার সিনেমাটি 2007 সালে মুক্তপ্রাপ্ত তেলেগু সিনেমা Lakshyam থেকে কপি করা হয়।

গার্ল ফ্রেন্ড: এই গার্ল ফ্রেন্ড সিনেমাটিও মূলত একটি নকল। 2015 সালে মুক্তি পাওয়া Cinema Choopistha Mava সিনেমা থেকে কপি করা হয়।

রংবাজ: এই সিনেমাটি রাম চরণ অভিনীত 2007 সালে মুক্তি পাওয়া তেলেগু অ্যাকশন থ্রিলার সিনেমা Chirutha থেকে রিমেক করা হয়।

ভুটচক্র প্রাইভেট লিমিটেড: ভুটচক্র প্রাইভেট লিমিটেড সিনেমাটি 2017 সালে মুক্তপ্রাপ্ত তাপসী পান্নু অভিনীত তেলেগু হরর কমেডি সিনেমা Anando Brahma থেকে রিমেক করা হয়েছে।

সেদিন দেখা হয়েছিল: এই সিনেমাটি আল্লু অর্জুন অভিনীত 2008 সালে মুক্তপ্রাপ্ত তেলেগু Parugu নামক সিনেমা থেকে কপি করা হয়।

চ্যালেঞ্জ 2: চ্যালেঞ্জ 2 সিনেমাটি মহেশবাবু অভিনীত 2011 সালের সুপারহিট সিনেমা Dookuru থেকে কপি করা হয়।

হিরো 420: হিরো 420 সিনেমাটি তেলেগু Maska নামক সিনেমা থেকে কপি করা হয়।

অভিমান: এই সিনেমাটি পাওয়ার স্টার পাবান কল্যাণ অভিনীত Attarintiki Daredi নামক সিনেমা থেকে কপি করা হয়।